ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দু’সপ্তাহের কারাবাসে আল্লু

আদালতে আল্লু জানান, পুলিশ তাকে গ্রেপ্তারে শয়নকক্ষে ঢুকে পড়েছিল। পোশাক পরিবর্তন করার সময়ও পাননি তিনি! আল্লু বলেন, ‘আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর মামলায় দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবারই (১৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেন আল্লু। তেলঙ্গানা হাইকোর্টে জরুরি ভিত্তিতে তার আবেদনের শুনানি শুরু হয়। সেখানে অভিনেতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রের খবর, আদালতে আল্লু জানান, পুলিশ তাকে গ্রেপ্তারে শয়নকক্ষে ঢুকে পড়েছিল। পোশাক পরিবর্তন করার সময়ও পাননি তিনি! আল্লু বলেন, ‘আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।’

শুক্রবার সকালে অল্লুকে গ্রেপ্তারের পর সমাজমাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবিতে দেখা যায়, অভিনেতা এক হাতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। কোনোটিতে মুখে হাসিও লেগে আছে। স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদেরও তার সঙ্গে দেখা যায়। গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে যায় বেঙ্গালুরুর থানায়।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর অল্লুর নতুন ছবি ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। গুরুতর আহত হয় তার ৯ বছরের সন্তান। এ ঘটনায় অল্লু, তার টিম এবং প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলায় দায়ের করা হয়।

আরও পড়ুন