পঞ্চগড়ে টানা তিন দিন বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
এ তথ্য নিশ্চিত করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, ভোরেই দেখা মিলেছে ঝলমলে রোদ। কুয়াশা না থাকলেও হাড়কাঁপছে কনকনে শীতে। শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছেন উত্তরের সাধারণ মানুষ।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, গত তিনদিন ধরে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইছে। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনদিন ধরে শৈত্যপ্রবাহ চলমান রয়েছে।

এদিকে শীত বাড়ায় জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা ভিড় করছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
