ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইজতেমা মাঠ খালি করার সিদ্ধান্ত

সাদপন্থীদের প্রতিনিধি রেজা আরিফ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। হতাহতের ঘটনা খুবই দুঃখজনক। আমরা মাঠ ছেড়ে দিচ্ছি।

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম

তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় ইজতেমা মাঠ খালি করার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিতিতে তাবলিগের সাদপন্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

পরে একই জায়গায় তাবলিগের জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় আইজিপি বাহারুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রথম দফার বৈঠকের পর সাদপন্থীদের প্রতিনিধি রেজা আরিফ উপদেষ্টার উপস্থিতিতেই বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। হতাহতের ঘটনা খুবই দুঃখজনক। আমরা মাঠ ছেড়ে দিচ্ছি।

তিনি আরও বলেন, অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি, সরকারের এই কথাটুকুও আমরা রাখছি। আমরা এরই মধ্যে সেখানে উপস্থিত সাথীদের বলে দিয়েছি মাঠ ছেড়ে দেওয়ার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে।

এর আগে, তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৩টার দিকে সংঘর্ষে জড়ায় তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের আহমদ ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। তাতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে গাজীপুরের পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান জানিয়েছেন।

SN/KK
আরও পড়ুন