সময়ের চাকায় ঘুরতে ঘুরতে বর্ষপঞ্জি থেকে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৪। নতুন বছর যেন পরিবর্তনের ও পরিমার্জনের হয় এমন প্রত্যাশা সবার। এই প্রত্যাশার ঊর্ধ্বে নয় বাংলাদেশের ক্রিকেট অঙ্গণ। বোর্ড সভাপতি থেকে শুরু করে কোচ পর্যন্ত, বদলে গেছে অনেক কিছুই। বাংলাদেশ ক্রিকেটও নতুন বছরে পা রাখছে নবরূপে।
গেল বছর খুব ব্যস্ত সময় কেটেছে বাংলাদেশ ক্রিকেটের। নতুন বছরেও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে বছর জুড়ে। ইতোমধ্যে বিপিএল লড়াইয়ে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত পার করছেন। এরপর পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই বছরে দেশের হয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। আর তারপর বছর জুড়েই ক্রিকেট পাড়ায় থাকবে ব্যস্ততা।
চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি-
ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
মার্চ
বাংলাদেশ–জিম্বাবুয়ে: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
মে
বাংলাদেশ–পাকিস্তান: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
আগস্ট
বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
