ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলকে সামরিক সহায়তা দেবে বাইডেন

যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন এই প্যাকেজ ইসরায়েলকে সরবরাহ করা হবে। সহায়তা প্যাকেজে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের সমমূল্যের সামরিক সহায়তা দিবেন বাইডেন প্রশাসন।

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:০২ এএম

ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই সামরিক সহায়তা প্যাকেজে কামান, গোলাবারুদের পাশাপাশি থাকবে অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারও। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছেন একজন আমেরিকান কর্মকর্তা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এক বছর বা তারও বেশি সময় নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন এই প্যাকেজ ইসরায়েলকে সরবরাহ করা হবে। সহায়তা প্যাকেজে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের সমমূল্যের সামরিক সহায়তা দিবেন বাইডেন প্রশাসন।

তবে হোয়াইট হাউস ছাড়ার আগেই যতটুকু সম্ভব এই সহায়তা প্যাকেজ ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করবে বাইডে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ করবেন। সেদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। বিদায় নেয়ার আগে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের দিয়ে যাওয়া এই বিশাল সামরিক সহায়তা যেন গাজায় এক বছরের বেশি সময় ধরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া দেশটিতে বিশাল উপহার।

বিবিসির প্রতিবেদন আরও বলা হয়েছে, এই প্যাকেজে থাকবে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এআইএম ১২০ সি-৮ এএমআরএএএম, হেলফায়ার এজিএম-১৪৪ ক্ষেপণাস্ত্র, ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল, সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যমাত্রার বোমায় পরিণত করার জন্য বিশেষ কীট জেডিএএম, ৫০০ পাউন্ড বোমা, ড্রোনসহ আরও বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। তবে এসব সহায়তা ইসরায়েলের হাতে পৌঁছানোর আগে বাইডেন প্রশাসনের এই চুক্তি পাস হতে হবে মার্কিন কংগ্রেসে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করাই এই সহায়তা প্যাকেজের উদ্দেশ্য। 

AHA
আরও পড়ুন