ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে কারণে জাতীয় দলে নেই সাকিব

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

তিনি যে থাকবেন না সেটা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিন। কিন্তু তারপরও সাকিব আল হাসান ভক্তরা আশায় ছিলেন, অন্তত ব্যাটার সাকিব যদি থাকেন সেটাও মন্দ নয়। কিন্তু এই তারকা ক্রিকেটারকে দলের বাইরেই রাখলেন নির্বাচকরা। তাকে বাদ দিয়েই আজ ঘোষিত হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল। 

সাকিব যদিও এখন আর অলরাউন্ডার হিসেবে খেলতে পারছেন না। সেটা তাঁর নিজের মানদণ্ডেই। অননুমোদিত অ্যাকশনের কারণে বোলিং করার সুযোগ নেই তার। এ অবস্থায় শুধু ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের জায়গা দেখেননি নির্বাচকরা।

এনিয়ে নিজেদের অবস্থানটা জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বলেন, ‘দেখুন, বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পরীক্ষায় নেগেটিভ, তাই শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। আমরা তাকে দল গঠনে ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেছি। কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে জায়গা দেওয়া যায়নি।’

বোলিং নিয়ে সমস্যা না থাকলে হয়তো সাকিবকে অলরাউন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতো। যদিও সাকিব যখন বোলিংয়ে নিষিদ্ধ হননি, তখনও নির্বাচকরা তাকে দলে রাখতে পারেননি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হওয়ায় অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের টেস্ট খেলতে পারেননি সাকিব। সবুজ সঙ্কেত না পাওয়ায় দেশে ফেরা হয়নি তার। 

এ অবস্থায় সাকিবকে দলে না রাখার পেছনে সেই কারণটাও ছিল কীনা এনিয়ে লিপু বলেন, ‘কেউ অবসর না নিলে বিবেচনায় থাকে, যেটা বিসিবি প্রেসিডেন্টও বলেছেন। ফিটনেস বা অন্য সমস্যা আছে কি না, আমরা সব ক্লিয়ারেন্স চাই। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি। পাবলিকলি এত লিজেন্ডারি কাউকে না রাখার কারণ আলোচনা করা ঠিক হবে না। যারা আছেন তারা ক্যাপেবল। ঘরোয়াতে রান করেছেন।’

১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।

আরও পড়ুন