ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২২

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ১৬টি মামলা করা হয়েছে।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি সূত্র জানায়।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে ২০ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৫৩৬৯ পিস ইয়াবা, এক লিটার ১২৫ মিলি দেশি মদ ও ৯ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে।
 
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ১৬টি মামলা করা হয়েছে।

SN
আরও পড়ুন