ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মারা যান।
এর আগে, বুধবার দুপুরে উপজেলার বিসকা মধ্যপাড়া গ্রামে মারধরের ঘটনা ঘটে।
নিহত রাসেল সরকার (৪০) ওই এলাকার মৃত কাশেম সরকারের ছেলে।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, রাসেলের সঙ্গে তার প্রতিবেশী শহীদ মিয়াসহ কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে গাছের ডাল কাটতে যান রাসেল। এ সময় তাকে বাধা দেন শহীদসহ কয়েকজন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি শুরু করেন। মারধরে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।
স্বামী-স্ত্রীসহ ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ