চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিরসনে ভোজ্যতেলের নতুন দর নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এখন থেকে খুচরা পর্যায়ে লিটারপ্রতি সর্বোচ্চ ১৬০ টাকায় সয়াবিন তেল বিক্রি করা যাবে, যা আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা একটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ভোজ্যতেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করে দেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এতে ব্যবসায়ী গ্রুপ টিকে ও সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা এবং ভোক্তা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেয়র শাহাদাত হোসেন জানান, খুচরা পর্যায়ে ভোজ্যতেল ১৬০ টাকায় বিক্রি করতে হবে। আমদানিকারক পর্যায়ে দর নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ১৫৫ টাকা। এটি চট্টগ্রাম মহানগর ও জেলার জন্য প্রযোজ্য থাকবে।
মেয়র বলেন, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের সুযোগে অনেকেই খোলা তেল বেশি দামে বিক্রি করছে। তাই আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, এর বেশি দামে কেউ তেল বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত অভিযান পরিচালনা করবেন।
এ সময় বাজারের সিন্ডিকেট ভাঙতে তৎপর থাকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক জানান, পুরো রমজানে বাজার তদারকিতে ৪০০টি অভিযান চালানো হবে। খাতুনগঞ্জের অভিযানে মূল্যতালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
রোজায় নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হয়নি: সাখাওয়াত