ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আগুনে পুড়ল গাবতলীর শাহী মসজিদ বস্তি

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৮:২৭ এএম

রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, বুধবার দিনগত রাত ৩টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু প্রথমিকভাবে জানা যায়নি। তবে আনুমানিক দেড় থেকে দুশো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন সালেহ উদ্দিন। 

AHA
আরও পড়ুন