ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিক্ষক-কর্মকর্তাদের ‘কঠোর নির্দেশনা’ দিলো জাতীয় বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৬ মে ২০২৫, ০৩:৫৭ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিস চলাকালীন সময়ে শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।

অফিস আদেশে উল্লেখ করে বলা হয়েছে, অফিস চলাকালীন সময়ে কেউ বিনা কারণে নিজ নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। বিশেষ করে যেসব কর্মকর্তা ও কর্মচারীকে ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে, তাদের তা পরিধান করা বাধ্যতামূলক। এর মাধ্যমে পেশাগত শৃঙ্খলা, দায়িত্ববোধ ও কর্পোরেট পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে।

কর্তৃপক্ষের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। এ ধরনের ব্যবস্থা প্রশাসনিক স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ নির্দেশনা কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানদের নির্দেশনা বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ নির্দেশনা দ্রুত পৌঁছে দেওয়ার এবং সঠিকভাবে প্রয়োগের ওপর জোর দেওয়া হয়েছে।

AHA/Raj
আরও পড়ুন