অবশেষে স্বস্তির খবর। পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। পাকিস্তান-ভারত উত্তেজনায় হঠাৎ করেই অনিশ্চয়তায় পড়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমন পরিস্থিতির মাঝেই সেখানে আটকে পড়েছিলেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার। শেষ পর্যন্ত বিসিবির সরাসরি হস্তক্ষেপ ও দ্রুত পদক্ষেপে নিরাপদে দেশে ফিরলেন তারা।
পিএসএলের খেলোয়াড় হিসেবে পাকিস্তানে ছিলেন রিশাদ ও নাহিদ। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকির কারণে পিএসএলের বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর দ্রুত পাল্টে যায় দৃশ্যপট-নতুন নির্দেশে পুরো টুর্নামেন্টই স্থগিত ঘোষণা করা হয়। এ সময়কার চরম অনিশ্চয়তায় রিশাদ-নাহিদদের নিরাপত্তা নিয়ে দেশে শুরু হয় উদ্বেগ।
তারপরই বিসিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে যোগাযোগ করেন পাকিস্তানে বাংলাদেশি দূতাবাস ও পিসিবির সঙ্গে। তাদের চেষ্টায় গত ৯ মে রাতে বিশেষ ফ্লাইটে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ ও নাহিদ। বিমানের উড্ডয়নের কিছুক্ষণ পরেই ওই ঘাঁটিতে হামলা হয়, কিন্তু সৌভাগ্যক্রমে তার আগেই পাকিস্তান ছাড়েন তারা।
প্রথমে তারা পৌঁছান দুবাইয়ে, সেখান থেকে আজ শনিবার বিকেলে পা রাখেন ঢাকায়। তাদের সঙ্গে একই ফ্লাইটে ছিলেন আরও অনেক বিদেশি নাগরিক ও ক্রীড়াবিদ।পাকিস্তানে দায়িত্ব পালন করা দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকও ফিরলেন আজ রাজধানীতে।
