পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২০ লাখ মৃত ব্যক্তি 'জীবিত' ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। বাংলাদেশের ভোটার তালিকায় এমন এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। সম্প্রতি এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
সূত্র জানায়, ক্রমান্বয়ে দশম, একাদশ ও দ্বাদশ এই তিন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি সাড়ে চার কোটি নতুন ভোটারসহ দেশের ১২ কোটির বেশি ভোটার। যে কারণে তিনটি নির্বাচনই বিতর্কিত। ওই নির্বাচনগুলোয় ভোট দিতে না পারার আক্ষেপ রয়েছে পুরোনো তালিকার ভোটারদেরও।
তবে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) আশা করছে, আগামী নির্বাচনে ভোটারদের দীর্ঘদিন ভোট না দিতে পারার আক্ষেপ এবার ঘুচবে। ইসির বলছে, ‘নতুন-পুরোনো সব ভোটারই এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তার এমন মন্তব্যের পর দেশের নবীন-প্রবীণ ভোটাররা ভোট দেওয়ার স্বপ্ন দেখছেন।
এবার সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। হালনাগাদ করা তালিকা থেকে বেরিয়ে আসা বিপুলসংখ্যক মৃত ভোটারদের বাদ দিচ্ছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, ওরা কবরবাসী ভোটার। কবর থেকে এসে ভোট দিয়েছেন। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল। এর সংখ্যা ২০ লাখের বেশি।
