ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

একনেকে অনুমোদন পেলেই জাতীয় কবির নামে হল পাবে ঢাবি: ভিসি

আপডেট : ২৫ মে ২০২৫, ১২:২৭ পিএম

একনেকে অনুমোদন পেলেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে হলসহ ৯টি হল পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রোববার (২৫ মে) জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা একটি হল কবি কাজী নজরুল ইসলামের নামে করার প্রস্তাব দিয়েছেন। বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। একনেক থেকে এটি পাশ হয়ে এলেই আমরা ৯টি হল তৈরির সুযোগ পাবো। নতুন যে হলগুলো নির্মাণ হবে তার মধ্যে একটি হলের নাম কবির নামে রাখা হবে।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই মুহূর্তে কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ঐক্য ধরে রাখতে শিখিয়েছেন। নজরুলের শিক্ষা সার্বজনীন ও চিরন্তন।

উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নজরুল জয়ন্তীর এবারের প্রতিপাদ্য ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

RA
আরও পড়ুন