ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আদালতে হাজিরা শেষে রিমান্ডে মমতাজ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৪:০৪ পিএম

মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজিরা শেষে বেলা সাড়ে ১২টার দিকে তাকে রিমান্ডে নেওয়া হয়। 

এসময় তবে আদালত চত্বরে মমতাজ বেগমের ফাঁসির দাবিতে স্লোগান দেন জেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়াতে আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। 

মানিকগঞ্জ আদালত পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। হাজিরা শেষে সিংগাইরে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হবে ও হরিরামপুরে দুই দিনের রিমান্ডে নেওয়া হবে।

AA
আরও পড়ুন