ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কর অব্যাহতি পেলো ৯ সেবামূলক প্রতিষ্ঠান

আপডেট : ২৮ মে ২০২৫, ০৯:১৯ এএম

জনকল্যাণমূলক ও সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকায় মাস্তুল ফাউন্ডেশনসহ ৯ প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দিয়েছে সরকার। এই ছাড় ২০৩০ সালের ৩০ জুন পাওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

মঙ্গলবার (২৭ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।  

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (১) আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩–এর অনুচ্ছেদ ২–এর দফা (১৩)–এর ক্ষমতাবলে বিধানাবলি পরিপালন সাপেক্ষে এই ৯ প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছরের জন্য কর অব্যাহতি দেওয়া হলো।

কর অব্যাহতি দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (PCSB) ও আগামী এডুকেশন ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবাসহ নানা খাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। 

এই ধরনের উদ্যোগ একদিকে যেমন সামাজিক দায়িত্ব পালনে করদাতাদের আগ্রহ বাড়াবে, অন্যদিকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর টেকসই অর্থায়ন নিশ্চিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

RA/SN
আরও পড়ুন