ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাইজেরিয়ায় সেনা অভিযানে ৬০ জঙ্গি নিহত

আপডেট : ৩১ মে ২০২৫, ১১:৩৪ এএম

নাইজেরিয়ায় পৃথক দুটি সেনা অভিযানে শীর্ষ কমান্ডারসহ ৬০ জঙ্গি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) ভোরে এ অভিযান চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) শিবিরে দুটি পৃথক অভিযান চালায় সেনাবাহিনী। এসব অভিযানে ৬০ জঙ্গি নিহত হয়েছেন। ২০০৯ সাল থেকে চলমান বিদ্রোহী সহিংসতার উত্তর-পূর্বাঞ্চলীয় কেন্দ্রস্থলে বিমান ও স্থল অভিযান চালানো হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ক্যামেরুন সীমান্তের কাছে বোর্নো রাজ্যের গোজা শহরের বাইরে বিটা গ্রামে বোকো হারাম জঙ্গিদের ক্যাম্পে এবং চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরে বোকো হারামের একটি শক্ত ঘাঁটিতে আক্রমণ করে সেনাবাহিনী।

JA/SN
আরও পড়ুন