ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্ত্রীর হাতে ‘মার খাওয়া’ প্রেসিডেন্টকে যে পরামর্শ দিলেন ট্রাম্প

আপডেট : ৩১ মে ২০২৫, ১২:৫৪ পিএম

চলতি সপ্তাহের শুরুতে ভিয়েতনাম সফরে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে পৌঁছে বিমান থেকে নামার সময় দরজা খোলার মুহূর্তে তার মুখে ধাক্কা মারেন স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনাকে ‘স্ত্রীর হাতে মার খাওয়া’ অ্যাখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ দম্পতিকে পারিবারিক শান্তি বজায় রাখার পরামর্শ দেন তিনি।

ম্যাক্রোঁর উদ্দেশে কোনো পরামর্শ আছে কি না- জানতে চাইলে ট্রাম্প মুচকি হেসে বলেন, দরজাটা যেন বন্ধই থাকে, সেটা নিশ্চিত করুন।

ভাইরাল ভিডিওটি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওটা খুব একটা ভালো দেখায়নি। ঘটনাটি নিয়ে তিনি ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন এবং তারা দুজনই ভালো আছেন। আমি তাদের খুব ভালো করে চিনি। তারা সত্যিই ভালো মানুষ।

ফরাসি প্রেসিডেন্টের মুখে স্ত্রী ব্রিজিতের ধাক্কার ওই ভিডিওটি গত রোববার হ্যানয়ে ফরাসি প্রেসিডেন্টের উড়োজাহাজ অবতরণের পর ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, ৭২ বছর বয়সী ব্রিজিত তার ৪৭ বছর বয়সী স্বামীর মুখে হালকা ধাক্কা দেন। এ সময় ম্যাক্রোঁ দ্রুত নিজেকে সামলে নেন এবং বাইরে তাকিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন।

এদিকে, ভিডিওটি ঘিরে চলমান আলোচনা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত মন্তব্য করা হচ্ছে। এটি একটি গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

JA
আরও পড়ুন