ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোচ হাথুরুকে বরখাস্তের রেশেই কী পদ হারালেন ফারুক?

আপডেট : ৩১ মে ২০২৫, ০৬:১৪ পিএম

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চন্ডিকা হাথুরুসিংহ। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদের অপসারণের ঘটনায় আলোচনায় আসেন জাতীয় দলের সাবেক এই প্রধান কোচ। হাথুরুসিংহ দাবি করেছেন, তাকে হঠাৎ বরখাস্ত করার সিদ্ধান্তই বিসিবি সভাপতির অপসারণের অন্যতম কারণ।

লিংকডইনে দেওয়া এক পোস্টে হাথুরুসিংহ বলেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।’ তিনি আরও উল্লেখ করেন, বোর্ডের যথাযথ পরামর্শ ও স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই তাকে বরখাস্ত করা হয়েছিল, যা পেশাদারিত্বের পরিপন্থী।

হাথুরুসিংহের বরখাস্তের সময় একটি বিতর্কিত অভিযোগ ওঠে-এক ক্রিকেটারকে ড্রেসিংরুমে শারীরিকভাবে লাঞ্ছিত করার। যদিও হাথুরুসিংহ এবং তৎকালীন সহকারী কোচ নিক পোথাস উভয়েই এই অভিযোগ অস্বীকার করেন এবং একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহ বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীর একটি মন্তব্য তুলে ধরেন, ‘তোমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে?’ এই বক্তব্যের পর তিনি বুঝতে পারেন, তাকে আর দলে রাখা হবে না। বিমানবন্দরে এক কর্মকর্তার মন্তব্য, ‘আমি দুঃখিত কোচ, যে আপনাকে যেতে হচ্ছে।’

আরও পড়ুন