ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেনীপুর সীমান্তে ২৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

আপডেট : ১২ জুন ২০২৫, ১০:৩২ এএম

অবৈধভাবে ভারতে বসবাসকারী ২৬ জন নারী-পুরুষ ও শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। হস্তান্তরিতরা কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা।

বুধবার (১১ জুন) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের শূন্যরেখায় হস্তান্তর শেষ করে বিএসএফ। হস্তান্তরিত ২৬ জনকে বিজিবি এদিন সন্ধ্যার পর জীবননগর থানায় হস্তান্তর করেছে। এরমধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে।

বুধবার (১১ জুন) রাত ৮ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান,  ভারতের হরিয়ানায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ২৬ নাগরিককে ভারতীয় পুলিশ আটক করে। আটককৃতদের ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে।

বিএসএফ এসব বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে নামের তালিকাসহ চিঠি পাঠায়। বিজিবি ২৬ জনের নামের তালিকা যাচাই-বাছাই শেষে বিএসএফকে জানালে এদিন দুপুরে জীবননগর উপজেলার বেনীপুর  সীমান্তের ৬৪ নং মেইন পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

তিনি আরও জানান, জীবননগর থানায় বিজিবি পক্ষ থেকে সাধারণ ডায়েরির পর ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের বাড়ি কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে।

MMS
আরও পড়ুন