ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরান থেকে ৭০ বাংলাদেশিকে ফেরত আনার প্রস্তুতি

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:৩২ এএম

ইরানে চলমান উত্তেজনার মধ্যে দেশটিতে অবস্থানরত ৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। তাদের পাকিস্তান হয়ে দেশে ফেরত আনা হবে। ঢাকা, তেহরান ও ইসলামাবাদ থেকে কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে ইরান ছেড়ে যেতে ইচ্ছুক, এমন ৭০ জনকে পাকিস্তান হয়ে স্থলপথে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। পাকিস্তান সরকার এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। দেশটির সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি পাওয়া এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে আনতে সপ্তাহখানেক লেগে যেতে পারে।

এ বিষয়ে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারি এবং বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে। তবে ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম ব্যাচটি কবে নাগাদ পাকিস্তানে ঢুকতে পারবে, সে বিষয়ে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল বলেন, এ বিষয়ে দূতাবাস তত্পর রয়েছে। ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে ইসরায়েলের হামলায় তেহরানের কেন্দ্রীয় অঞ্চলে কূটনীতিকরা থাকেন এমন একটি এলাকায় অনেকগুলো বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনটিও রয়েছে। তবে হামলার সময় তিনি বাসার বাইরে ছিলেন।

বুধবার ফেসবুকে ওয়ালিদ ইসলাম জানান, নৌবাহিনীর বেজ ক্যাম্পের পাশে অবস্থিত সবগুলো বাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার নিজের বাসাটিও অক্ষত নেই এমনটা তিনি শুনেছেন।

SN
আরও পড়ুন