ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলে আবারও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইরানের 

আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:২৪ এএম

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও সিরিজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আইডিএফ বলছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে। সেইসঙ্গে ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়েছে। এ ছাড়া হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছে আইডিএফ। 

এরইমধ্যে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের প্রভাব ইসরায়েলে পড়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলছে, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

এদিকে, ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলা চালানো জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার (১৮ জুন) ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে। 

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি এখনো বিবর্তিত এবং এটি পরিবর্তন হতে পারে। কিছু কর্মকর্তা বলেছেন, চলতি সপ্তাহান্তেই ইরানে সম্ভাব্য হামলা হতে পারে। 

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যেকোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

তিনি বলেন, ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারও কাছে আত্মসমপর্ণ করবে না। 

RF
আরও পড়ুন