ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “পারস্যকে হারাতে পারেনি এমনকি আলেকজান্ডারও।”
এর আগে সকালে দেওয়া আরেক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি ইঙ্গিত করে তিনি বলেন, “হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা এগিয়ে আসছে।” শি আমেরিকাকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান, উল্লেখ করেন, "পাঁচ হাজার বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে—সাম্রাজ্য বাইরের শত্রুতে নয়, বরং নিজেরই যুদ্ধমেশিনের অতৃপ্ত লোভে ধ্বংস হয়।"
তিনি আরও বলেন, “চীন জানে কিভাবে অতীতের শক্তিধর সাম্রাজ্যগুলো নিজেদের আক্রমণাত্মক নীতির কারণেই ধ্বংস হয়েছে।” তিনি প্রাচীন চীনের তিনটি রাজবংশের উদাহরণ তুলে ধরেন— কিন, তাং ও মঙ্গোল সাম্রাজ্য।
খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে কিন সাম্রাজ্য শক্তি ও ঐক্যের প্রতীক ছিল, কিন্তু লাগাতার যুদ্ধ আর জনজীবনের শোষণে মাত্র ১৫ বছরে পতন ঘটে। অষ্টম শতাব্দীর তাং রাজবংশ দূরদূরান্তে কর আদায়ে সক্ষম হলেও সেনাবাহিনীর অতৃপ্ত চাহিদা শেষে আন লুশান বিদ্রোহের মুখে পড়ে ধ্বংস হয়। আর ১৩ শতকের মঙ্গোল সাম্রাজ্য, চেঙ্গিস খানের নেতৃত্বে একের পর এক বিজয় অর্জন করলেও, তার দ্রুত সম্প্রসারণই হয় শেষ পরিণতির কারণ।
শি বলেন, “আমেরিকা এখন সেই একই পথে হাঁটছে—বিশ্বজুড়ে ৭৫০টির বেশি সামরিক ঘাঁটি এবং বছরে ১ ট্রিলিয়ন ডলার ব্যয় করে—তারা কি এখনও বুঝতে পারছে না, এই যুদ্ধযন্ত্রের শব্দেই তাদের পতনের পদধ্বনি বাজছে?”
ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে রকেট ছুড়লো উ. কোরিয়া
যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের ‘দুর্বলতার লক্ষণ’: খামেনি