গোপালগঞ্জে বেলা ১১ টা থেকে ২ পর্যন্ত কারফিউ শিথিল শেষে আবার শুরু হয়েছে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সন্ধ্যা ছয়টার পরে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করার কথা রয়েছে। এদিকে এনসিপির কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে মৃতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫।
বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় পুলিশের কাজে বাধা ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় মামালা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।গোপালগঞ্জ থানার মামলা নং ১৫, তারিখ ১৮-৭-২০২৫। সূত্রে জানা যায়, এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এ পযন্ত ৪৫ জনকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না মর্মে যে হুঁশিয়ারি দিয়েছে সেই কার্যক্রম রয়েছে চোখে পড়ার মতো। জনমনে রয়েছে গ্রেপ্তার আতঙ্ক।
