ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান ইংলিশ ক্লাবে

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:১৭ পিএম

আনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আলোচনায় আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার-ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। এত দিন তিনি ছিলেন ফুলহামের বয়সভিত্তিক একাডেমির সদস্য। এবার নতুন অধ্যায়ের সূচনা করলেন মূল দলে যুক্ত হয়ে।

ফারহানের ফুটবল-ভবিষ্যতের বীজ বপন হয় চেলসির একাডেমিতে। সেখান থেকেই শুরু। এরপর মাত্র ১৩ বছর বয়সে তিনি চেলসি ছেড়ে চলে যান ফুলহামে। বয়সভিত্তিক দলগুলোর প্রতিটি স্তরে খেলেছেন নিষ্ঠা ও প্রতিভার ছাপ রেখে। গত মৌসুমে অনূর্ধ্ব–১৮ দলে খেলেছেন ২০টি ম্যাচ, করেছেন ৭ গোল ও ৪টি অ্যাসিস্ট। একই মৌসুমে ফুলহাম অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসভির বিপক্ষে বদলি নামা ম্যাচে গোল করেই চমকে দিয়েছেন সবাইকে।

এমন পারফরম্যান্সই খুলে দেয় পেশাদার চুক্তির দরজা। চুক্তি স্বাক্ষরের পর নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত ফারহান বলেন, ‘এই মুহূর্তটির জন্য আমি ছোটবেলা থেকেই পরিশ্রম করেছি। আজ সেটা বাস্তবে রূপ নিল, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

ফারহানের মা-বাবা দুজনেই বাংলাদেশি, তবে তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ফলে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না। ২০২০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৫ দলে ডাক পেলেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। তবে তাঁর মতো প্রতিভাবান একজন তরুণকে ঘিরে স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশি ফুটবলপ্রেমীরা।

গত এক দশকে জামাল ভূঁইয়া থেকে শুরু করে তারিক কাজী, শমিত সোম, ফাহামিদুল ইসলামদের মাধ্যমে প্রবাসী ফুটবলারের যে ধারা শুরু হয়েছে, ফারহান যেন তারই সাম্প্রতিক প্রতিচ্ছবি। আর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন এমন ফুটবলার হামজা চৌধুরীর উদাহরণ তো আগেই আলো ছড়িয়েছে।

আরও পড়ুন