ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফার্মগেট ও খামারবাড়িতে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০২:৫৬ এএম

রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে দুটি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে জানান, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে অজ্ঞাত ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। একই সময়ে খামারবাড়ি এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কে বা কারা ককটেলটি রাস্তায় ছুড়ে পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

পুলিশ জানিয়েছে, দুটি ককটেলই ছিল হলুদ টেপে মোড়ানো। বিস্ফোরণস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ফার্মগেট ও খামারবাড়িতে ক/ক/টেল বিস্ফোরণ
আরও পড়ুন