ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আটদিনে একাদশ ভর্তিতে যতো আবেদন পড়লো

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম

দেশের সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছে। এ পর্যন্ত গত আটদিনে (৩০ জুলাই থেকে ৬ আগস্ট) পর্যন্ত আবেদন পড়েছে প্রায় ৮ লাখ ৬২ হাজার ১৫৬। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। 

বুধবার (৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।  

শিক্ষা বোর্ডের সূত্রমতে, গত আট দিনে সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করেছেন ৮ লাখ ৬২ হাজার ১৫৬জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পেড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে ১ লাখ ৯৩ হাজার ৪৬৩জন। এছাড়াও মাদ্রাসা বোর্ডে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ৩৬৭জন। 
  
জানা গেছে, এবার সারা দেশে ৯ হাজার ১৮১টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২২ লাখ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ে রয়েছে প্রায় ৯ লাখ আসন এবং সরকারি-বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরও ২ লাখ ৪১ হাজার আসন। অথচ এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী।  

উল্লেখ্য, চলতি ২০২৫‑২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে জুলাই কোটা যুক্ত করার সুপারিশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নীতিমালায় এ সুপারিশ করা হয়েছে। নীতিমালায় মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করা হয়েছে।    

LH/FJ
আরও পড়ুন