ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাজাহানপুরে সিএনজিতে বাস-ট্রাকের ধাক্কা, নিহত ১

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম

বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মো. আরিফ (২১) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরো ৪ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে ফটকি ব্রিজের পাশে প্রয়াস স্কুলের সামনে হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের পলাশ (৩৫), আব্দুল আজিজ (৩৮) ও তার ভাই হায়দার (৫০)।

জানা গেছে, বগুড়া থেকে শেরপুরগামী সিএনজি শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজের পাশে প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে একটি বাসের ধাক্কায় অটোরিকশা সড়কের ওপরে উল্টে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আরিফ নিহত হন।

এছাড়া অটোরিকশায় থাকা আরো ৪ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়।

NJ
আরও পড়ুন