ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চ্যাটজিপিটিতে আসছে বড় পরিবর্তন

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:০১ পিএম

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার, যা ব্যবহারে আনবে ব্যক্তিগতকরণ, গতি ও সহজতা। জিপিটি-৫ মডেল উন্মোচনের সাথে সাথে ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির চেহারা, পারফরম্যান্স ও ফিচারে আসছে বড় পরিবর্তন।

মডেল পিকার বিদায়

জিপিটি-৫ চালুর সঙ্গে ওপেনএআই বন্ধ করছে পুরনো মডেলগুলো। এখন চ্যাটজিপিটি ডিফল্টভাবে জিপিটি-৫-এ চলবে। নতুন অটো-সুইচিং সিস্টেম নিজে থেকেই সেরা মডেল বেছে নিয়ে দ্রুত ও স্মার্ট উত্তর দেবে।

আসছে ‘পার্সোনালিটি’ ফিচার

এবার ব্যবহারকারীরা টেক্সট-ভিত্তিক উত্তর দেওয়ার জন্য ৪ ধরনের নতুন ব্যক্তিত্ব বেছে নিতে পারবেন-

Cynic: বিদ্রূপাত্মক ও সরাসরি উত্তর, রসিকতার সাথে কার্যকর তথ্য।

Robot: সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত ও আবেগহীন উত্তর।

Listener: উষ্ণ ও শান্ত ভঙ্গিতে, হালকা রসিকতার সাথে আপনার চিন্তা প্রতিফলন।

Nerd: কৌতূহলী ও জ্ঞানপিপাসু, পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। ইচ্ছা করলে ব্যবহারকারীরা আগের ডিফল্ট স্টাইল-এও ফিরতে পারবেন।

উন্নত ‘ভাইব কোডিং’ সুবিধা

এখন থেকে চ্যাটজিপিটি আরও জটিল ও বিস্তারিত প্রম্পট থেকে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারবে। তৈরি হওয়া সাইট বা অ্যাপ ক্যানভাসে প্রিভিউ ও ইন্টারঅ্যাক্ট করার সুযোগও থাকবে।

আরও বেশি অ্যাপ কাস্টমাইজেশন

ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির অ্যাকসেন্ট কালার পরিবর্তন করে চ্যাট বাবল, ভয়েস বাটন ও হাইলাইটেড টেক্সটের রঙ কাস্টমাইজ করতে পারবেন।

ওয়েবে এটি পরিবর্তন করতে Profile > Settings > General-এ গিয়ে Accent color বেছে নিতে হবে। মোবাইল অ্যাপে Personalization > Color Scheme থেকে এটি করা যাবে।

উন্নত ভয়েস মোড

পেইড ব্যবহারকারীদের জন্য উন্নত Advanced Voice Mode এখন আরও ভালোভাবে নির্দেশনা বুঝতে পারবে এবং কথা বলার স্টাইল কাস্টমাইজ করার সুবিধা দেবে।

স্ট্যান্ডার্ড ভয়েস মোড বন্ধ হয়ে যাচ্ছে, তবে পেইড ব্যবহারকারীরা প্রায় সীমাহীন ভয়েস মোড ব্যবহার করতে পারবেন। ফ্রি ব্যবহারকারীদের জন্যও বাড়তি ব্যবহারের সময় যুক্ত হবে। এবার Custom GPTs-এর সাথেও এটি কাজ করবে।

জিমেইল ও গুগল ক্যালেন্ডার সংযোগ

চ্যাটজিপিটি এখন সরাসরি আপনার জিমেইল ও গুগল ক্যালেন্ডার এর সাথে সংযুক্ত হয়ে শিডিউল তৈরি, মিসড ইমেইল নোটিফিকেশন এবং দিনের পরিকল্পনা সাজিয়ে দেবে।

আগামী সপ্তাহে Pro ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন, এরপর ধাপে ধাপে অন্যদের জন্য চালু হবে।

NB/SN
আরও পড়ুন