গরু চোরের আঘাতে আহত বৃদ্ধের মৃত্যু 

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে গরু চুরির সময় বাধা দিতে গিয়ে চোরের আঘাতে আহত হন শেখ মহরউদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ আগস্ট) মারা যান তিনি।

মৃত শেখ মহরউদ্দিন সিংগাইরের তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর এলাকার মৃত সাফিজ উদ্দিনের ছেলে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সিংগাইর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, রোববার (১৭ আগস্ট) রাতে কয়েকজন চোর মহরউদ্দিনের বাড়ির গোয়ালঘর থেকে গরু নিয়ে যাচ্ছিলো। বিষয়টি টের পেয়ে চোরদের বাধা দিলে তার মাথায় আঘাত করে ৪টি গরু নিয়ে চলে যায় তারা। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

NJ
আরও পড়ুন