ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তন

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:১২ এএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন হচ্ছে। আগামী বছর থেকে এর নাম হবে ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)।সোমবার (১৮ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো–ইপিবির ১৪৮তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইপিবি জানিয়েছে, শুরুতে বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশ নিলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা এজেন্ট বা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এ বাস্তবতা থেকেই ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রতিবছরের মতো এবারও তুরস্ক, পাকিস্তান, ভারতসহ বিদেশি প্রতিষ্ঠানের স্টল থাকবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে—আগামী নভেম্বরে ইপিবি আলাদা আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ আয়োজন করবে, যাতে বৈশ্বিক পর্যায়ে দেশি পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ করা যায়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, সোর্সিং মেলা আয়োজন ছাড়া আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান শক্তিশালী করা সম্ভব নয়। তবে নাম পরিবর্তনের বিষয়ে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য আপত্তি তুললেও ইপিবি চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন সিদ্ধান্তে অনড় ছিলেন।

RF/AHA
আরও পড়ুন