ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাজারে এলো হিরো গ্ল্যামার এক্স ২০২৫

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১১:০৮ এএম

ভারতের দুই চাকার যানবাহনের বাজারে নতুন মাত্রা যোগ করল হিরো মোটোকর্প। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল ২০২৫ সালের গ্ল্যামার এক্স। আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা এই তিনটি দিককে সামনে রেখে তৈরি নতুন এই ১২৫ সিসি বাইকটি পাওয়া যাবে ড্রাম ও ডিস্ক ব্রেক দু’টি সংস্করণে।

ড্রাম ব্রেক সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ₹৮৯,৯৯৯, আর ডিস্ক ব্রেক সংস্করণ পাওয়া যাবে ₹৯৯,৯৯৯ টাকায় (এক্স-শোরুম)। বুকিং শুরু আগস্ট থেকে ।

আকর্ষণীয় নকশা ও আরাম

গ্ল্যামার এক্স-এর নতুন ডিজাইনে থাকছে

  • এইচ-আকৃতির এলইডি হেডলাইট ও টেললাইট
  • এলইডি টার্ন ইন্ডিকেটর
  • উন্নত হ্যান্ডেলবার গ্রিপ ও প্রশস্ত পেছনের আসন
  • আসন উচ্চতা ৭৯০ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিম
  • সোজা ও আরামদায়ক রাইডিং ভঙ্গি এবং সামনের দিকে এগিয়ে দেওয়া ফুটপেগ
  • শহর হোক বা হাইওয়ে সবখানেই চালানো সহজ ও আরামদায়ক।

প্রযুক্তিতে আধুনিকতার ছাপ

বাইকটিতে যুক্ত হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি:

  • রাইড-বাই-ওয়্যার এবং ইলেকট্রনিক থ্রটল বডি
  • ক্রুজ কন্ট্রোল সিস্টেম
  • প্যানিক ব্রেক সতর্কবার্তা
  • আলোক সংবেদী ডিসপ্লে (আলো অনুযায়ী পর্দার থিম বদলায়)

রঙিন TFT ডিসপ্লে ৬০টিরও বেশি তথ্য দেখায়, যেমন:

  • টার্ন-বাই-টার্ন নেভিগেশন
  • রাইড মোড
  • গিয়ার অবস্থান
  • রেঞ্জ হিসাব
  • i3s স্টেটাস
  • ক্রুজ মোড অবস্থা
  • তারিখ ও সময়

রয়েছে আসনের নিচে স্টোরেজ স্পেস ও টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট। শক্তিশালী ইঞ্জিন ও মসৃণ পারফরম্যান্স। গ্ল্যামার এক্স চালিত হয় স্প্রিন্ট-ইবিটি ১২৫ সিসি বায়ু-শীতল, চার-স্ট্রোক ইঞ্জিনে, যা সর্বোচ্চ ১১.৪ বিএইচপি এবং ১০.৫ এনএম টর্ক উৎপাদন করে।

উন্নত ক্যাম ডিজাইন ও গিয়ার অনুপাতের ফলে থ্রটলের প্রতিক্রিয়া আরও মসৃণ। কম্পন কমানোর জন্য ইঞ্জিনে রয়েছে ব্যালান্সার শ্যাফট ও সাইলেন্ট ক্যাম চেইন।

চালনার জন্য থাকছে তিনটি মোড:

  • ইকো
  • শক্তি 
  • রাস্তা

নতুন নিঃসরণ সাউন্ড বাইকটিকে আরও শক্তিশালী চরিত্র দিয়েছে।

রঙের বৈচিত্র্য

ড্রাম সংস্করণে:

  • ম্যাট ম্যাগনেটিক সিলভার
  •  ক্যান্ডি ব্লেজ়িং লাল

ডিস্ক সংস্করণে:

  • মেটালিক নেক্সাস নীল
  • কালো টিল নীল
  • কালো পার্ল লাল

বাজারে অবস্থান ও প্রতিযোগিতা

বিশেষজ্ঞদের মতে, ১২৫ সিসি সেগমেন্টে হিরো গ্ল্যামার এক্স হবে একটি শক্তিশালী প্রতিযোগী। এটি হিরোর সুপার স্প্লেন্ডার এক্সটেক ও এক্সট্রিম ১২৫আর-এর পাশাপাশি হোন্ডা শাইন, বাজাজ পলসার ১২৫ ও টিভিএস রেডার-এর সঙ্গে বাজারে টেক্কা দেবে।

DR/SN
আরও পড়ুন