হোন্ডা মোটরস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের জনপ্রিয় ক্রুজার মোটরসাইকেল ২০২৬ হোন্ডা রেবেল ৩০০ এর নতুন সংস্করণে যুক্ত হচ্ছে আধুনিক ই-ক্লাচ (E-Clutch) প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে বাইকের গিয়ার পরিবর্তনে আর ক্লাচ ব্যবহার করতে হবে না। আন্তর্জাতিক বাজারে রেবেল ৩০০ বরাবরই জনপ্রিয় একটি মডেল ছিল। নতুন এই প্রযুক্তি যুক্ত হওয়ায় বাইকটির ক্রুজিং অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে জানিয়েছে সংস্থাটি।
যদিও বর্তমানে রেবেল ৩০০ ভারতের বাজারে পাওয়া যায় না, তবে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এটি সেখানে উন্মুক্ত হতে পারে।
নতুন রেবেল ৩০০ এ আগের মতোই ২৮৬ সিসি তরল-শীতল এক সিলিন্ডারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ২৫ অশ্বশক্তি (হর্সপাওয়ার) এবং ২৩.৮৬ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে থাকছে ৬ গতির হাতে চালিত গিয়ারবক্স, যা এবার যুক্ত হয়েছে হোন্ডার উন্নত ইলেকট্রনিক ক্লাচ সিস্টেমের সঙ্গে।
ই-ক্লাচ প্রযুক্তি চালকদের ক্লাচ টানার ঝামেলা থেকে মুক্তি দেবে। ফলে বাইকটি চালু, বন্ধ ও গিয়ার পরিবর্তন আরও সহজ হবে। শহরের যানজট কিংবা দীর্ঘ পথযাত্রা দুই ক্ষেত্রেই এটি দেবে আরামদায়ক অভিজ্ঞতা।
ডিজাইনে বড় কোনো পরিবর্তন না এলেও, ২০২৬ সংস্করণে যুক্ত হয়েছে দুটি নতুন রঙ পার্ল স্মোকি গ্রে ও ম্যাট ব্ল্যাক মেটালিক। নতুন এই রঙ বাইকটির রেট্রো-আধুনিক লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। এর নিচু আসন উচ্চতা, প্রশস্ত হ্যান্ডেলবার ও সরল নকশা রেবেল ৩০০ কে তার শ্রেণিতে আলাদা পরিচিতি দিয়েছে।

বাইকটিতে রয়েছে সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, দ্বৈত চ্যানেল এবিএস ব্রেক, এবং আধুনিক এলসিডি ডিসপ্লে, যেখানে গিয়ার পজিশন, জ্বালানি পরিমাণ, ট্রিপ ও ওডোমিটার তথ্য দেখা যাবে। উন্নত ব্রেক ও সাসপেনশন ব্যবস্থার কারণে শহরের রাস্তায় কিংবা মহাসড়কে বাইকটি দেবে মসৃণ নিয়ন্ত্রণ ও আরামদায়ক রাইডিং।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের রেবেল ৩০০ এর দাম প্রায় ৪,৮৫০ মার্কিন ডলার। নতুন প্রযুক্তি ও ফিচার যুক্ত হওয়ায় ২০২৬ সংস্করণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫,৩৪৯ মার্কিন ডলার। বাংলাদেশের বাজারে বাইকটি কবে পাওয়া যাবে, তা এখনও নিশ্চিত না হলেও, হোন্ডা প্রিমিয়াম মোটরসাইকেল বাজার সম্প্রসারণে আগ্রহী হওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, রেবেল ৩০০ ভবিষ্যতে বাংলাদেশেও আত্মপ্রকাশ করতে পারে।
নতুন ই-ক্লাচ প্রযুক্তি, উন্নত ফিচার ও আকর্ষণীয় ডিজাইন যুক্ত করে ২০২৬ হোন্ডা রেবেল ৩০০ এখন আরও আধুনিক ও পরিপূর্ণ একটি ক্রুজার বাইক। যারা ক্লাসিক ডিজাইনের সঙ্গে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ চান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ পছন্দ।
সারাদেশে শুরু হলো রিয়েলমি 15T ফাইভজির ফার্স্ট সেল
গেমার-ক্রিয়েটরদের জন্য রিয়েলমি ১৫ প্রো ফাইভজি