ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুই মডেলের বৈদ্যুতিক বাইক উন্মোচন করল ইভি লাইফ

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১২:৫৮ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বোসিলা রোড সংলগ্ন ইভি লাইফ শো-রুমে উন্মোচিত হলো নতুন দুইটি বৈদ্যুতিক বাইক। এই বাহনগুলো প্রতি কিলো চলতে খরচ হবে মাত্র ১৫ থেকে ২০ পয়সা। গ্রাফিন ব্যাটারিসংযুক্ত বাইক দুটি মাত্র ছয় ঘণ্টা চার্জ দিলে চলবে পারবে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পথ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘এ১০’  ও  ‘এ১২’ মডেলের বাইক দুটি উন্মোচন করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ‘ভেন নেইল’।

তিনি জানান, রিভোর ‘এ১০’ মডেলের দাম শুরু ৭৯ হাজার ৯০০ টাকা ও  ‘এ১২’ মডেলের বাইক পাওয়া যাবে ৯৯ হাজার ৯০০ টাকায়। 

রিভোর বাইক দুটিতে দেশজুড়ে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টিও দিচ্ছে ইভি লাইফ। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইভি লাইভ বিডি’র হেড অব সেলস মাহমুদুল হক জানিয়েছেন, রোজা উপলক্ষে এক টাকায় বাইক জেতার সুযোগসহ বিভিন্ন অফার দিচ্ছে বৈশ্বিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো। ক্রেতা আকর্ষণের জন্য এই অফারের নাম দেয়া হয়েছে ‘এক টাকা মিরাক্যাল মোমেন্টস‍’। অফারটি ঈদুল ফিতর পর্যন্ত চলবে। অফারের আওতায় যেকোনো একটি রিভো ইলেকট্রিক বাইক কিনলে তিনটি স্ক্র্যাচ কার্ড পাওয়া যাবে। যেখানে এক টাকায় রিভো এ১০ বাইক জেতার সুযোগ পেতে পারেন গ্রাহক। এছাড়াও রয়েছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা স্মার্টওয়াচ, টিডব্লিউএস এয়ারবার্ডসসহ আরও অনেক পুরস্কার জেতার সুযোগ।

এছাড়াও রিভো বাইক কিনতে কোন বন্ধু-স্বজনকে রেফার করলে রেফারকারী ব্যক্তিও একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। যেখানে তিনি ৫০০০ টাকার স্বপ্নের গিফট ভাউচার জেতার সুযোগ পাবেন। এছাড়াও শোরুম পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও বিশেষ আর্কষণ রেখেছে রিভো। রিভো যেকোনো শোরুম পরিদর্শন করে রিভোর ইনস্ট্রাগ্রাম, টিকটক ও ইউটিউবে লাইক ও ফলো দিয়ে আকর্ষণীয় এই পুরস্কার পেতে পারেন পরিদর্শনকারী ব্যক্তি।

RA/AHA
আরও পড়ুন