ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিরাপত্তা ঝুঁকিতে ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম

জাতীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতোক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।

দূতাবাস আরও জানায়, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না, এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

RF/AHA
আরও পড়ুন