বিগত সরকার বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি চুরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিগত সরকার তাদের পছন্দের লোকদের বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের আমলে ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি সুপারিশ বাস্তবায়ন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে তাদের মন্ত্রণালয়ে বিভিন্ন বিষয়ে কয়েকশ সংস্কার করেছেন।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ ব্রিফিং করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে ইসির বৈঠক
পাকিস্তান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক পাসপোর্টধারীদের