স্যাম কুকের শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রথম ১০ বলে মাত্র ৬ রান, প্রতিপক্ষের দুই ওপেনার ব্যাট ঘোরাতে পারছিলেন না ঠিকভাবে। কিন্তু কে জানত, সেই কুকই কয়েক মিনিটের ব্যবধানে চলে যাবেন দুঃস্বপ্নে!
ইংল্যান্ডের ‘দা হান্ড্রেড’-এ এক সেট মানেই ৫ বল। আর সেই ৫ বলেই ইতিহাস গড়লেন কুক-অবশ্যই অনাকাঙ্ক্ষিত ইতিহাস। ওভাল ইনভিন্সিবলসের স্যাম কারানের ব্যাটে উড়ে গেলেন তিনি, সেই সঙ্গে ঢুকে গেলেন রেকর্ডবুকে এক সেটে সর্বোচ্চ রান দেওয়া বোলার হিসেবে।
প্রথমে ওয়াইড, তারপর আবার ওয়াইড। এরপর ছক্কা, চার, নো-বল থেকে ছক্কা-এক বলেই ৮ রান! মিড উইকেটে উড়ে যাওয়া আরেকটি ছক্কা যেন সব শেষ করে দিল। মাত্র ৩ বৈধ বলেই উঠল ৩০ রান। শেষ দুই বলে খানিকটা সামলেও শেষ পর্যন্ত ৫ বলে মোট ৩২।
ওই সময় পর্যন্ত ইনভিন্সিবলস ছিল চাপের মধ্যে ৬০ বলে মাত্র ৭০ রান। কিন্তু কুক-উইলির টানা ১০ বলেই এল ৫১ রান! সেখান থেকেই ঘুরে দাঁড়াল ম্যাচ। পরে কক্স (৩২ বলে ৫৮*) আর কারান (২৪ বলে ৫৪) নিশ্চিত করে ফেলেন জয়, ১১ বল হাতে রেখেই।
এর আগে এই রেকর্ড ছিল রাশিদ খানের, ৫ বলে ৩০ রান। কুক তাকে ছাড়িয়ে গড়লেন নতুন লজ্জার মাইলফলক!
