জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া এবং অবৈধ সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া হলেও নির্বাচন সামনে রেখে এ অভিযান আরও জোরদার করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো ছাড় দেব না।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের কোনো অসুবিধা নেই। সরকার এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনকেও সহযোগিতা করছে। জনগণ এখন নির্বাচনমুখী। তারা ভোট দিতে চায়। তাই নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে। সরকার শক্ত হাতে এসব অপচেষ্টা প্রতিহত করবে।
সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। আমাদের সীমান্তও সুরক্ষিত রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে।
নির্বাচন নিয়ে সিইসির হুঁশিয়ারি
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকায় আসছেন আজ