ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৭২ ঘণ্টার মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবে ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটি

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম

প্রথমবারের মতো আয়োজিত রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। 

শনিবার (২৩ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রথমবারের মতো আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি পরীক্ষা নিলাম। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। বুয়েট টেকনিক্যাল টিম ফল প্রস্তুতের কাজ করছে। আগামী তিনদিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অনলাইনে শিক্ষার্থীরা নিজের ফল দেখতে পারবে।

এদিকে শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (২২ আগস্ট) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে ইউজিসির চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা খুব সুষ্ঠু ও সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত সুন্দর হবে আশা করছি। একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। অতি দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার বিষয়ে কাজ চলছে। 

পরীক্ষা কেন্দ্রগুলো ছিলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। 

LH/MMS
আরও পড়ুন