ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ার এখন আরও সহজ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:১১ পিএম

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ফিচার, যা স্ট্যাটাস আপডেট করার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে। নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা সরাসরি অন্য অ্যাপ থেকেই ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন, যা আগে কেবল হোয়াটসঅ্যাপে ঢুকেই করা যেত।

বিশ্বস্ত প্রযুক্তি বিষয়ক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই ফিচারটি প্রথম দেখা গেছে iOS বিটা ভার্সন 25.22.83-এ।

নতুন আপডেটের মাধ্যমে iPhone ব্যবহারকারীরা যেকোনো ছবি বা ভিডিও ওপেন করে শেয়ার শিটে গিয়ে সরাসরি ‘My Status’ অপশন সিলেক্ট করলেই তা স্ট্যাটাসে যুক্ত হবে। একই সঙ্গে সেই কনটেন্ট কোনো নির্দিষ্ট কনট্যাক্ট বা গ্রুপ চ্যাটেও পাঠানো যাবে একসাথে।

এখন আর আলাদা করে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে স্ট্যাটাস সেকশনে গিয়ে ছবি বা ভিডিও আপলোড করতে হবে না।

নতুন এই ফিচারটি বিশেষ করে তাদের জন্য অত্যন্ত উপকারী, যারা প্রতিদিন নিয়মিত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি বা ভিডিও দেন। এতে সময় বাঁচবে, কাজ হবে ঝামেলামুক্ত। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে হোয়াটসঅ্যাপের এ ধরনের পরিবর্তন কার্যকর ভূমিকা রাখবে।

বর্তমানে এই ফিচারটি ধীরে ধীরে iOS ব্যবহারকারীদের মধ্যে রোল আউট করা হচ্ছে। কারও ফোনে এখনো অপশনটি না থাকলে, কয়েক দিনের মধ্যেই এটি চলে আসবে। ফিচারটি চালু হলে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ার করার অভিজ্ঞতা একেবারেই বদলে যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও শিগগিরই এই ফিচার আনার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

NB/FJ
আরও পড়ুন