ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২৪ টাকায় আটা বিক্রি করবে সরকার

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রয়ের পাশাপাশি ২৪ টাকা দরে খোলা আটা বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশের নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এ কার্যক্রম চালু হবে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি কর্মদিবসে দেশের প্রতিটি উপজেলার ওএমএস বিক্রয়কেন্দ্রে এক টন করে আটা বরাদ্দ থাকবে। যেকোনো ব্যক্তি এসব বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা দরে কিনতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং স্বল্প আয়ের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে সিটি করপোরেশন, শ্রমঘন জেলা ও উপজেলা এবং জেলা সদরের পৌরসভাগুলোতে ওএমএস কার্যক্রম চলমান রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আলাদাভাবে পরিচালিত আটা বিক্রির এ নতুন উদ্যোগ।

বিশ্লেষকদের মতে, সরকারের এই উদ্যোগ কিছুটা হলেও সাধারণ মানুষের খাদ্য ব্যয় হ্রাসে সহায়ক হবে। তবে নিয়মিত মনিটরিং ও কার্যকর বিতরণব্যবস্থা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলে মনে করছেন তারা।

DR
আরও পড়ুন