২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নিয়মিত শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে, আর অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে অংশ নেবেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী।
এই সংক্ষিপ্ত সিলেবাস মূলত ২০২২ সালের বাতিল হওয়া নতুন কারিকুলামের জায়গায় ২০১২ সালের সৃজনশীল কারিকুলামে ফিরে যাওয়ার কারণে তৈরি করা হয়েছে। কারণ, চলতি দশম শ্রেণির শিক্ষার্থীরা শুধু এক বছর এই কারিকুলামে পড়ার সুযোগ পেয়েছে।
এ বিষয়ে এনসিটিবির মাধ্যমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. রবিউল কবির চৌধুরী বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে নতুন কারিকুলামে পড়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের পর নতুন কারিকুলাম বাতিল হওয়ায়, দশম শ্রেণিতে তারা ২০১২ সালের পুরনো কারিকুলামে পড়ছে। ফলে এক বছরের উপযোগী একটি সংক্ষিপ্ত সিলেবাস আমরা দিয়েছি। যেসব শিক্ষার্থী আগের বছর (২০২৫) পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করেছে বা ফল খারাপ হওয়ায় পুনরায় অংশ নিতে চায়, তারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষায় বসবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে প্রথম হয়েছেন যারা