বিএসসি প্রকৌশলীদের ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দেশের সব পলিটেকনিক ও টিএসসি শিক্ষার্থীসহ ডিপ্লোমা প্রকৌশলীদের পরিবার এনসিপিকে বর্জন করবে।

বিবৃতিতে বলা হয়, সারজিস আলম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এ সমর্থন জানিয়ে ‘কোটা’ শব্দটি ব্যবহার করেন, যা বিভ্রান্তিকর ও অপমানজনক। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের দাবিকে ন্যায়সংগত বলে আখ্যায়িত করেছেন। এ ধরনের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘উসকানিমূলক’ বলেও অভিহিত করা হয়েছে।
কারিগরি ছাত্র আন্দোলনের বিবৃতিতে দাবি করা হয়, উপসহকারী প্রকৌশলী পদ কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ, যেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিই একমাত্র যোগ্যতা। এই নিয়ম ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে প্রতিষ্ঠিত।
সংগঠনটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দ্রুত ক্ষমা না চাইলে তারা দেশজুড়ে এনসিপি বর্জনের ডাক দেবে এবং প্রয়োজন হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে