নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করে তীব্র সমালোচনা করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, কমিশন দায়সারা নির্বাচন আয়োজনের উদ্যোগ নিচ্ছে, এবং বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে একটি গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা সম্ভব কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
ফুয়াদ বলেন, কমিশনের হাতে নির্বাচন নিরাপদ নয়। তারা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, তাতে একটি সুষ্ঠু কিন্তু একতরফা নির্বাচনের শঙ্কা থেকেই যাচ্ছে। ইসি বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারও অভিজ্ঞতা নেই যে তারা একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করতে পারবেন।
তিনি বলেন, ভোটারের বয়সসীমা কমানোর বিষয়ে কমিশন এখনো কোনো আলোচনায় যায়নি। ভোটের দিন যারা ১৭ বছরে পা দেবে, তাদেরকেও ভোটাধিকার দিতে হবে।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘জুলাই সনদ’ অনুযায়ী করার দাবি জানান। তিনি বলেন, নির্বাচনের তারিখ পিছিয়ে দিলেও আমাদের আপত্তি নেই, তবে তা যেন সংবিধান সম্মত ও সর্বজনগ্রাহ্য হয়।
ইসির ঘোষিত রোডম্যাপ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবি পার্টির এই নেতা।
তিনি বলেন, রোডম্যাপে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়া বা প্রচারণা খরচ নিয়ে কোনো দিকনির্দেশনা নেই। ইসি যদি নির্ধারিত পোস্টার সরবরাহ করত, তাহলে খরচ কমে যেত, পরিবেশও সুরক্ষিত থাকত।
তিনি ইসিকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় যেতে আহ্বান জানান, যেন দেশের মানুষ একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের আশা করতে পারে।
'যথাসময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে'