টানা কয়েক ম্যাচ ধরে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। সমালোচনা ছিল তুঙ্গে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু আজ রোববার সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ব্যাট হাতে যেন ঝড় তুললেন বাংলাদেশি এই তারকা অলরাউন্ডার।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামা সাকিব ২৬ বলে খেললেন বিধ্বংসী ৬১ রানের ইনিংস। ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৫টি ছক্কায়। ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে জানান দিলেন, ফর্ম হারিয়ে ফেলেননি তিনি-শুধু সময়ের অপেক্ষা ছিল।
বিশেষ করে ডেভিড ভিসের এক ওভারে ২৪ রান নেওয়া ছিল সাকিবের ইনিংসের হাইলাইট। সে ওভারে তিনি হাঁকিয়েছেন তিনটি চার ও দুটি ছক্কা। তার এই আগ্রাসী ব্যাটিংয়ে ফ্যালকনস দল ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তোলে ২০৪ রানের বিশাল স্কোর।
তৃতীয় উইকেটে জাঙ্গোর সঙ্গে ৯১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সাকিব। যদিও ডিলানো পটগিটারকে মারতে গিয়ে টপ এজ হয়ে আউট হন তিনি। তার ইনিংসটি যেমন ছিল তুখোড়, তেমনি দলের আত্মবিশ্বাস ফেরানোর মতোও।
সাকিবের পাশাপাশি জাঙ্গো ৪৩ বলে ৫৬ এবং অ্যালেন ১৭ বলে ৩৮ রান করে দলকে শক্ত ভিত গড়ে দেন। বোলিংয়ে সেন্ট লুসিয়ার হয়ে শামসি নিয়েছেন ৩ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজে সিপিএল শেষে সাকিবের পরবর্তী গন্তব্য কানাডা। আগামী ৮ অক্টোবর শুরু হচ্ছে টি-টেন ফরম্যাটের কানাডা সুপার সিক্সটি লিগ, যেখানে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে মাঠে নামবেন তিনি।
এর আগেও গ্লোবাল টি-টোয়েন্টিতে এই দলের হয়ে খেলে গেছেন। কানাডা, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব এখনো এক পরিচিত নাম। এমনকি যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও তার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
