ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

সিরাজগঞ্জ সদরে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বেলাল হোসেন (৫০) উপজেলার ঘোড়াচড়া গ্রামের মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে। ঘটনার পর স্থানীয় জনতা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের সঙ্গে কথা বলে। প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

NJ
আরও পড়ুন