ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে এলো ‘অনার ৪০০ লাইট ফাইভজি’ স্মার্টফোন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম

দেশে পরীক্ষামূলকভাবে ফাইভজি সেবা চালুর পর এবার দ্রুতগতির ইন্টারনেট সুবিধা আরও সহজলভ্য করতে ‘অনার ৪০০ লাইট ফাইভজি’ স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। সাশ্রয়ী মূল্যের এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯৯ টাকা।

ফাইভজি প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে তুলনামূলক কম বাজেটের গ্রাহকদের কথা বিবেচনা করেই অনার ৪০০ সিরিজ-এর নতুন এই সংস্করণ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এর আগে, চলতি বছরের জুন মাসে অনার ৪০০ রেগুলার ও প্রো ভার্সন বাজারে এসেছিল। এবার তাদের সঙ্গেই যুক্ত হলো নতুন ‘লাইট ফাইভজি’ সংস্করণ।

Image 3

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের লক্ষ্য থাকে সর্বাধুনিক প্রযুক্তিকে সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া, যাতে গুণগত মান বজায় রেখে নতুন প্রযুক্তি উপভোগ করা যায়। অনার ৪০০ লাইট ফাইভজি দেশের মানুষকে উন্নত কানেক্টিভিটির পাশাপাশি ডিজিটাল রূপান্তরের যাত্রায় আরও এগিয়ে নেবে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য বিশেষ প্রযুক্তি

অনার ৪০০ লাইট ফাইভজি-তে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে এআই ক্যামেরা বাটন – যা অ্যান্ড্রয়েড ফোনে এক নতুন সংযোজন।

  • ১ সেকেন্ড ধরে চাপলে ক্যামেরা চালু
  • এক ক্লিকে ছবি তোলা
  • চাপ দিয়ে ধরে রাখলে ভিডিও রেকর্ড শুরু

ডিজাইন ও ডিসপ্লে

Image 4

  • ৩,৫০০ নিটস অ্যামোলেড ডিসপ্লে
  • ১২০ হার্টজ রিফ্রেশ রেট  চোখের আরাম নিশ্চিত করে
  • ওজন মাত্র ১৭১ গ্রাম এবং পুরুত্ব ৭.২৯ মিমি  হালকা ও টেকসই
  • SGS ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফায়েড
  • IP65 ওয়েট-হ্যান্ড টাচ টেকনোলজি  ভেজা হাতে ব্যবহারেও সমস্যা নেই

ব্যাটারি ও চার্জিং সুবিধা

স্মার্টফোনটিতে রয়েছে ৫,২৩০ mAh লি-আয়ন পলিমার ব্যাটারি এবং ৩৫ ওয়াট সুপার চার্জিং সুবিধা।

  • মাত্র ৩০ মিনিটে ৫২% চার্জ
  • সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৭৩ মিনিট
  • ১,০০০ বার চার্জ সাইকেল পরেও ব্যাটারির কার্যকারিতা থাকে ৮০% পর্যন্ত

পারফরম্যান্স ও স্টোরেজ

Image 2

  • ১২ জিবি + ১২ জিবি অনার র‍্যাম টার্বো প্রযুক্তি
  • ২৫৬ জিবি স্টোরেজ
  • একাধিক অ্যাপ, গেমিং এবং স্ট্রিমিং  সবই চলে নির্বিঘ্নে

রঙ ও উপলব্ধতা

অনার ৪০০ লাইট ফাইভজি পাওয়া যাবে দুটি আকর্ষণীয় রঙে

  • ভেলভেট গ্রে
  • মার্স গ্রিন

বিশ্বের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড অনার, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং ওয়্যারেবলে তাদের উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে স্মার্ট ডিভাইসের বাজারে বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। গবেষণা ও উন্নয়নে অবিচলভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি যাতে মানুষ প্রযুক্তির মাধ্যমে আরও স্বাধীনভাবে সবকিছু অর্জন করতে পারে।

DR/MMS
আরও পড়ুন