অক্সফাম বাংলাদেশ নতুন প্রোগ্রাম অফিসার নিয়োগ দিচ্ছে। পদটি সীমিত সময়ের জন্য, ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীকে প্রকল্প কার্যক্রম সমন্বয়, বাজেট নিয়ন্ত্রণ, অংশীদার যোগাযোগ এবং প্রতিবেদন প্রস্তুতিতে সহায়তা করতে হবে। এছাড়া সরকার, সিভিল সোসাইটি, বেসরকারি খাত, জলবায়ু অর্থায়ন সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হতে হবে।
প্রার্থীর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি যেমন পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রকৌশল, পরিবেশ বা দুর্যোগ ব্যবস্থাপনা। কমপক্ষে তিন বছরের প্রকল্প বাস্তবায়ন, সমন্বয় ও অংশীদার ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়া শ্রমিক অধিকার, তৈরি পোশাকশিল্পে কাজের অভিজ্ঞতা এবং জলবায়ু অর্থায়ন ও স্থানীয় শক্তি পরিকল্পনার জ্ঞান থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
অক্সফাম তার কর্মীদের জন্য নিরাপদ ও সমতা-সম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রার্থীকে নারী-পুরুষ সমতা, সংস্কৃতি ও বৈচিত্র্য বিষয়ে সংবেদনশীল হতে হবে।
বার্ষিক বেতন ধরা হয়েছে ১০,৩৩,৯৯৫ টাকা (১৩ মাস), সঙ্গে চিকিৎসা সুবিধা (নিজ ও পরিবারের জন্য), অবসরভাতা, গ্র্যাচুইটি, জীবনবিমা, ছুটি, মোবাইল ভাতা ও অন্যান্য সুবিধা। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন সমঝোতার সুযোগ রয়েছে।
পদের সংক্ষিপ্ত বিবরণ
পদ: প্রোগ্রাম অফিসার
প্রতিষ্ঠান: অক্সফাম বাংলাদেশ
অবস্থান: ঢাকা
চুক্তি: সীমিত সময়ের (ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত)
বেতন: বার্ষিক ১০,৩৩,৯৯৫ টাকা (১৩ মাস)
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর, তিন বছরের অভিজ্ঞতা
অনলাইনে আবেদন সিভি ও কভার চিঠি জমা দিতে হবে। শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫।
আবেদন: https://jobs.oxfam.org.uk অথবা https://jobs.oxfam.org.uk/internal
৪১ পদে নিয়োগ দেবে পরমাণু শক্তি কমিশন