ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডাকসু নির্বাচন

কেন্দ্র দূরে সরিয়ে ভোট কারসাজির আশঙ্কা: ভিপি প্রার্থী কাদের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন, প্রশাসন ভোটকেন্দ্র দূরে সরিয়ে দিয়ে পরিকল্পিতভাবে ভোটে কারসাজির আশঙ্কা রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের বলেন, আবাসিক হলগুলোর কাছাকাছি সহজেই ভোটকেন্দ্র স্থাপন করা সম্ভব হলেও তা না করে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এতে ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি  বলেন, যথেষ্ট পরিমাণে ভোটকেন্দ্র না থাকায় ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, যা অনেকের জন্য নিরুৎসাহজনক। এটি একটি সুস্পষ্ট ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অংশ।

ভিপি পদপ্রার্থী কাদের নির্বাচিত হলে ছাত্র রাজনীতির জন্য একটি সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিক্ষক, উপাচার্য ও প্রভোস্ট নিয়োগ প্রক্রিয়ায় দলীয় প্রভাবমুক্ত একটি স্বচ্ছ নীতিমালা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

LH/FJ
আরও পড়ুন