ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতপন্থী শিক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এসব শিক্ষক শিবির নেতাদের চেয়েও অনেকটা অতিউৎসাহী আচরণ করছেন। অনেক সময় ভোটারদের ব্যালট দিতে বিলম্ব করছেন।’ তবে তিনি জানান, এ বিষয়ে এখনও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি।
হামিম ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে ভোটের পরিবেশ ভালো। আশা করি শিক্ষার্থীরা সঠিক নেতৃত্ব বেছে নেবেন।’ তিনি ভোটারদের কাছে দোয়া চেয়েছেন।
প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই ডাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইনে শিক্ষার্থীদের দেখা গেছে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৯১৫ এবং ছাত্রী ভোটার ১৮,৯৫৯। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।
মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী লড়াই করছেন। ১৮টি হল সংসদে ভোট দিচ্ছেন ১,০৩৫ জন প্রার্থী। প্রতিটি ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে, যা ছয় পাতার ওএমআর ব্যালটে পূর্ণ করা হচ্ছে।
ভোটের ফলাফল ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে গণনা করা হবে এবং সিনেট ভবনের মিলনায়তনে প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফল এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শিত হবে, যাতে শিক্ষার্থীরা তা অবাধে দেখতে পারেন।
ডাকসু নির্বাচন কলঙ্কিত করার চেষ্টা চলছে: মারজান
রোদের তাপ উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন